শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | শ্রমিকদের হাতে খুন সুপারভাইজার, উত্তেজনা জুপিটার কারখানায়

Rajat Bose | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২১ : ৩২Rajat Bose


মিল্টন সেন, হুগলি:‌ সামান্য তর্ক বিতর্ক। পরিণতি হল মর্মান্তিক। শ্রমিকদের মারধরে মৃত্যু হল সুপারভাইজারের। বিশ্বকর্মা পুজোয় শ্রমিকদের খাওয়াবেন, হোটেলে মাংসের অর্ডার দিয়েছিলেন। সেই শ্রমিকদের মারেই মরতে হল সুপারভাইজারকে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধেয় সাহাগঞ্জের জুপিটার কারকাখানার গেটের সামনে জিটি রোডে। মৃত সুপারভাইজার পাপ্পু দাস। তিনি উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা। রেলের যন্ত্রাংশ তৈরির জুপিটার কারখানার সুপারভাইজার ছিলেন পাপ্পু। প্রতিদিনের মত এদিনও সকালে কাজে আসেন তিনি। শ্রমিকরা জানায় বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি চলছিল কারখানার ভিতরে। বিকেল সাড়ে তিনটে নাগাদ কারখানার গেটের বাইরে কিছু লোক সুপারভাইজারকে ধরে মারধর শুরু করে। রাস্তায় ফেলে লাথি কিল ঘুষি মারা হয় সুপারভাইজারকে। কারখানার কয়েকজন শ্রমিক পাপ্পুকে ওই অবস্থায় দেখে তাঁকে বাঁচাতে যান। বাঁচানোর চেষ্টা করায় চন্দন দেব নামে এক শ্রমিককেও বেধড়ক মারা হয়। মারধর করে আততায়ীরা পালিয়ে যায়। শ্রমিকরাই আহত সুপারভাইজারকে তুলে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে হাসপাতালে যায় চন্দননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকেরা। শ্রমিকরাও জড়ো হয় কারখানায়। গেটের বিপরীত দিকে পুতুল দেবী পাশোয়ানের হোটেল। ঘটনার সময় তার বাবা নন্দলাল মাঝি ছিলেন দোকানে। এদিন ঘটনা প্রসঙ্গে পুতুল দেবী জানিয়েছেন, তিনি সে সময় দোকানে ছিলেন না। তার বাবা একাই ছিলেন। পাশের দোকানে বসে চা খাচ্ছিলেন সুপারভাইজার। কয়েকজন শ্রমিককে টাকা দেন। আরও টাকা দিতে হবে দাবি করে শ্রমিকরা। তা নিয়ে তর্ক শুরু হয়। দোকান থেকে বেরিয়ে পাশের একটি বিরিয়ানির দোকান ছেড়ে সেন টি স্টলের সামনে যেতেই শ্রমিকরা তাকে ঘিরে ধরে। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজেও দেখা যায় কারখানা গেট থেকে উত্তেজিত কয়েকজন বেরিয়ে আসে। চড়াও হয় সুপারভাইজারের উপর। কিল চড় ঘুষি চলতে থাকে। দোকানের সামনে ফেলে মারা হয়। সিসিটিভি ফুটেজেই দেখা যায় ঘটনা দেখে অনেকেই দাঁড়িয়ে পড়েন। অনেকে দেখেও ছাড়াতে যাননি। পরে কয়েকজন শ্রমিক বেরিয়ে এসে ছাড়াতে গিয়ে আক্রান্ত হন। পুতুল দেবী জানান, বিশ্বকর্মা পুজোয় শ্রমিকদের খাওয়াবেন বলে ২০ কিলো মাংসের অর্ডার দিয়েছিলেন সুপারভাইজার।

 

 


 যারা তাঁকে তুলে হাসপাতালে নিয়ে গিয়েছিল সেই সব শ্রমিকরাও জানান সুপারভাইজার বাবু ভাল লোক ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।

 

ছবি:‌ পার্থ রাহা

 


##Aajkaalonline##Superviserkilled##Factoryinhooghly#



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

'কোত্থেকে পাশ করেছেন?' ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে প্রশ্ন করলেন মন্ত্রী...

জাল নোট পাচারের জন্য মুর্শিদাবাদে আসা,কিন্তু পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন?...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



09 24